'জেল' শব্দটি নিজেই যেন একটা স্যাঁতসেঁতে দলা পাকানো ঘুটঘুটে অন্ধকার। যেন পাপের জ্বলন্ত আখড়া; একটা ভয়াবহ দু:স্বপ্নের অন্য নাম! একটা বিচ্ছিন্ন যাপন। একটা দূরত্বের বন্ধনী। ঠিক এই জায়গা থেকেই একটু সরে এসে বরং সংশোধনাগার বা কারেকশনাল হোম কথাটি এসেছে যা আমরা সকলেই জানি।
আজ আমি ইসলামপুর সংশোধনাগারের কিছু কথা তুলে ধরবো। ইসলামপুর শহরের ১৫ নং ওয়ার্ডে অবস্থিত মহকুমা শাসকের দপ্তর, বিচারালয়। বাস টার্মিনাস থেকে যে-রাস্তাটি এই মহকুমা শাসকের দপ্তরের দিকে গিয়েছে, সেই রাস্তার ডানদিকেই অবস্থিত এই ইসলামপুর মহকুমা উপ-সংশোধনাগার। ১৯৬২ সালে এটি স্থাপিত হয়। চারদিকে সুউচ্চ প্রাচীর ঘেরা। ভিতরে একটি মাঠ রয়েছে, বেশ বড়ো। আর অন্দরমহলে রয়েছে নারী-পুরুষদের জন্য পৃথক থাকার ব্যবস্থা। সেখানে বেশ কিছু সেল রয়েছে আসামীদের জন্য। উত্তর-পূর্বাংশে রয়েছে স্টাফদের জন্য থাকার ব্যবস্থা। কারাধ্যক্ষ সংশোধনাগারের ওপরের দ্বি-তলে থাকেন।
এখানে আবাসিকদের জন্য সপ্তাহে একদিন মাছ ও একদিন মাংস দেওয়া হয়। অন্যান্য দিন ভাতের সাথে ডাল-সবজি। রাতে রুটি। এছাড়া সকালের জলখাবারে থাকে মুড়ি-চিড়া-পাউরুটি, তবে এসব ঘুরিয়ে-ফিরিয়ে দেওয়া হত। খাবারের মান নিয়ে প্রশ্ন থেকে যায়, জনশ্রুতি (ফেরত-আসামী)। অসুস্থদের জন্য ভালো পথ্যের ব্যবস্থা রয়েছে। প্রায় দশ শতাংশ মেডিক্যাল-ডায়েটের অধীন। বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে, যেমন তাস ক্যারাম দাবা ইত্যাদি।
মালদা রামকৃষ্ণ মিশন থেকে গান-বাজনার জন্য হারমোনিয়াম ও মাইক-সেট দেওয়া হয়। নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি বহুবার আমি নিজে গিয়েছি রামকৃষ্ণ-মিশন আয়োজিত সেখানে বিভিন্ন প্রতিযোগিতায় গানের বিচারক হয়ে। শুধু তাই নয়, সেখানে এক আসামীর সঙ্গে গানও গেয়েছি। এ এক অন্য অভিজ্ঞতা! তাদের সক্রিয় অংশগ্রহণ রীতিমতো মুগ্ধ করেছে! তখন সত্যদা ছিলেন ওখানে পোস্টেড। মানে সত্যদীপ রায়। যাঁর আনুকূল্যে বা বলা ভালো সদিচ্ছায় আমরা রোববারের সাহিত্য আড্ডা-র পক্ষ থেকে সাহিত্য আড্ডাও করেছি।
এক সময় মালদার রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী দিব্যানন্দজি এখানে এসে নিয়মিত বইপত্র এবং সাইকেলও দিতেন। আসামীদের মানবিকবোধ জাগ্রত করার মধ্যে দিয়ে মূলস্রোতে ফেরানোই ছিল আসল উদ্দেশ্য। প্রসঙ্গত বলে রাখি যে দাগ দ্বিতীয় সংখ্যা এই বন্দি-আবাসিকদের নিয়ে কাজও করেছে। যেটুকু সাড়া পেয়েছি, তাতে সত্যিই ভীষণ খুশি!
ঋণ স্বীকার: তপন বিশ্বাস
Have an account?
Login with your personal info to keep reading premium contents
You don't have an account?
Enter your personal details and start your reading journey with us
Design & Developed by: WikiIND
Maintained by: Ekhon Dooars Team