শিলিগুড়ি মেডিক্যাল কলেজের কাছে কাওয়াখালির বিশ্ব বাংলা মেলা ক্যাম্পাসে মার্চ মাসের প্রথম সপ্তাহে ক্ষুদ্র কুটিরশিল্প ও স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত পণ্য সামগ্রীর বিশাল পসরা বসেছিল। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের বেঁচে থাকার একটি নতুন দিগন্ত খুলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই মেলাগুলির আয়োজন করা হয়। দশ দিনের জন্যে বসেছিল এই মেলা। তাতে ছিল হস্তশিল্পের বিপুল সম্ভার। ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে জামা কাপড়, হাতে বানানো আচার, বড়ি, পাঁপড়, পাট দিয়ে তৈরি সুন্দর সুন্দর পুতুল, প্যাঁচা, নানা রঙের কাপড় প্যাঁচানো চুড়ি, মালা, কানের দুল ও নানা ধরনের গহনার পসরা সাজিয়ে বসে ছিল দোকানিরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষের দোকান সেজে উঠেছিল এই মেলায়। মাটির চায়ের ভাঁড়ে বা চিনামাটির কাপে নিজেদের পছন্দ মতন ছবি আঁকিয়ে নিতে পারেন ক্রেতারা। সরকারি ব্যবস্থাপনায় পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন দ্রব্য উৎপাদনে ও বিক্রয়ে কর্মশালা প্রশিক্ষণ খুবই প্রয়োজন যাতে করে ভবিষ্যতে আরও উন্নত মানের দ্রব্যসামগ্রী উৎপাদনে এই মেলাগুলি সকল স্তরের মানুষের নজর কাড়ে।
Have an account?
Login with your personal info to keep reading premium contents
You don't have an account?
Enter your personal details and start your reading journey with us
Design & Developed by: WikiIND
Maintained by: Ekhon Dooars Team